পাইকগাছা উপজেলা কৃষি ও পুর্নবাসন কমিটির সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৮:৩০:অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা উপজেলা কৃষি ও পুর্নবাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, কৃষক আব্দুস সবুর মোড়ল। সভায় রবি ও খরিদ মৌসুমে ৬৮৫ কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় সার-বীজ বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। যার মধ্যে ২শ কৃষককে ভূট্টা, শীতকালীন মুগ ২শ, তিল ১৮০, গ্রীষ্মকালীন মুগ ১শ ও ৫জন কৃষককে সূর্যমুখীর বীজ বিতরণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা কৃষি ও পুর্নবাসন কমিটি সংবাদটি ১৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি