পাইকগাছায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানের স্মরণ সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ | আপডেট: ১০:৪৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছার লতা ইউনিয়ন প্রয়াত চেয়ারম্যান দিবাকর বিশ্বাস ও চেয়ারম্যান পুলিন বিহারী বিশ্বাসের স্মরণ সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শামুকপোতা বাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন, গোলক বিহারী মন্ডল, অমলেন্দু তরফদার, প্রকাশ সরকার টুকু, সূর্যকান্ত সরকার, দিলীপ রায়, কাশেম গাজী, দীনেশ তরফদার, শ্যামল সরকার, অনিল সরকার, বিকাশ চন্দ্র মন্ডল, মদন মোহন মন্ডল, পরিমল বৈদ্য, ইউপি সদস্য আলমগীর খলিফা, প্রানকৃষ্ণ মন্ডল, দিপক রায়, হাসান সরদার, মোতালেব সানা, আনসার মোড়ল, রবীন্দ্রনাথ ঢালী, কাকলী রানী বিশ্বাস, গৌতম রায়, কুমারেশ সরকার, সদানন্দ মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, নিশিকান্ত মন্ডল, সন্তোষ মুনি। যুবলীগনেতা বাবুলাল বিশ্বাস, পুলকেশ রায়, মৃগাঙ্গ বিশ্বাস, স্বপন বিশ্বাস, কুমারেশ মন্ডল, প্রসাদ মন্ডল, অভিজিৎ মন্ডল, শওকত হাওলাদার, সুব্রত তরফদার, বিদ্যুৎ মন্ডল, নিউটন মিস্ত্রী, মোসলেম সরদার, হরিচাদ শিকারী, মিজান সানা ও মিথুন সরকার। সঞ্চালনা করেন, আওয়ামী লীগনেতা মঙ্গল চন্দ্র মন্ডল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক