পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায়ের বীরশ্রেষ্ঠ পদক লাভ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা):
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি কৃষ্ণ রায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি পদক লাভ করেছেন। শনিবার বিকালে ঢাকায় জাতীয় শিশু কল্যাণ মিলনায়তনে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়েছে। স্মৃতি সংসদের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছন্দ বিজ্ঞানী ও সুফী গবেষক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব ও লেখক কাপ্তান-নূর, স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা জোহরা বেগম, পথের খবর পত্রিকার সম্পাদক এস এম হাবিবুর রহমান, অধ্যক্ষ এম এ জামান আসাদ। মহাসচিব সাহেদ বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সচিব ডঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম একরামুল হক, কাজী নাসির উদ্দীন, রিপোটার্স ইউনিট সভাপতি মনিরুজ্জামান মৃধা, লেখক সিরাজুল ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি জহরুল আলম, ডাঃ পিযুষ কান্তি বিশ্বাস, এ্যাডঃ মাহবুবুল হাসান, কৃষ্ণ রায়, তারিকুল ইসলাম সবুজ, অসিম কুমার মন্ডল, অরবিন্দু মজুমদার, আক্তার হোসেন ও কুদরতি রহমান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ডাক্তার, লেখক, সাহিত্যিক সহ বিভিন্ন পেশার মোট ১৪ জনকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি পদক দেওয়া হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক