পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৯:৫৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

খুলনার পাইকগাছা উপজেলার ৯ ডিসেম্বর ঐতিহাসিক কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠান ব্যর্থ হয়েছে বলে দাবি করে অনুষ্ঠান নিয়ন্ত্রণ, পরিচালনা, মুক্তিযোদ্ধাদের অসম্মান ও মঞ্চে অনাহুত বক্তাদের বক্তব্যে জাতির পিতার স্বপরিবারে হত্যাকান্ডের পক্ষে বক্তব্যের প্রতিবাদে রবিবার দুপুরে পাইকগাছা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

পাইকগাছা মুক্তিযোদ্ধা কার্যালয়ে দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত সম্মেলনে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাইকগাছা থানার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীণ পাইকগাছা থানা (পাইকগাছা-কয়রা) বিএলএফ কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু স্বাক্ষরিত লিখিত বক্তব্যে দাবি করা হয়, ৯ ডিসেম্বর মুক্ত দিবসের মঞ্চে মুক্তির কান্ডারীদের কোন স্থান হয়নি। এমনকি যুদ্ধে অংশগ্রহনকারী জীবিত কমান্ডারদের অনেকের এবং শহীদ পরিবারের কাছে সেদিনের দাওয়াতপত্র পৌছেনি। জীবনের শেষ পর্যায়ে বর্তমান প্রজন্মের কাছ থেকে এমন তিরষ্কার মুক্তিযোদ্ধাদের কাছে অত্যন্ত অসম্মানের ও লজ্জার বলে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন আরো বলেন, কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর আগমনকে অত্যন্ত ফলপ্রসূ করা সম্ভব ছিল যদি মুক্তযোদ্ধাদের আমন্ত্রণ, অনাহুত জনসমাগম ও বক্তাদের নিয়ন্ত্রণ করা যেত। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে জনসমাগমের পক্ষে সরকারেরও নিষেধাজ্ঞা রয়েছে সেখানে অনাহুত জনসমাগমকে নিন্দনীয় বলে উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সম্মেলনে মুক্তিযোদ্ধাধের অসম্মানের সঠিক কারণের কৈফিয়ৎ দাবি ও ভবিষ্যতে এমন ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার দাবি করা হয়।
এসময় কপিলমুনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে মূল নেতৃত্বদানকারী কমান্ডার ছিলেন, লে: গাজী রহমতুল্লাহ, যুগ্ম কমান্ডার শেখ কামরুজ্জামান টুকু ও তার অবর্তমানে ইউনুস আলী। অন্যান্য কমান্ডারদের মধ্যে নিজ নিজ দল নিয়ে উপস্থিত ছিলেন, স.ম বাবর আলী, মোড়ল আব্দুস সালাম, ইঞ্জি: শেখ মুজিবুর রহমান, স.ম আলাউদ্দীন, তিনি নিজে ওমর ফারুখ, বিনয় রায়, আবু জাফর, আবুল কালাম আজাদ,ময়নুল প্রমুখরা ছিলেন বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবসের অনুষ্ঠান মালার আলোচনা সভায় স্বাগত বক্তাদের মধ্যে পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জি,এম আব্দুর রাজ্জাক রাজু বক্তব্য দিতে গিয়ে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়। দলের একজন দয়িত্বশীল নেতার বক্তব্যে এমন অনাকাংখিত বক্তব্যে দলের ভেতরে-বাইরে ক্ষোভ ও প্রতিবাদ দাঁনা বেঁধে উঠেছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের অন্যান্যদের মধ্যে ১০ ইউনিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা