পাইকগাছায় মাদক মামলার আসামীদের ডোপ টেস্টের জন্য আদালতে আবেদন প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ৯:০৯:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় মাদক মামলার আটক ৪ আসামীকে ডোপ টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ বা সিভিল সার্জন বরাবর পাঠানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। খুলনা বিভাগের প্রথম এ ব্যবস্থা চালু করলেন পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফী। রবিবার রাত ৮ টায় পৌরসভার ৭ ওয়ার্ডের পুরাতন বরফ মিলের পাশে মাদক সেবনকালে বাতিখালীর আজিজুর বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, নওয়াব আলী মোড়লের ছেলে পলাশ মোড়ল, করিম গাজীর ছেলে দবির গাজী ও ইব্রাহিম মোল্লার ছেলে মেহেদী হাসানকে পুলিশ আটক করেন। এ ঘটনায় এসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ধৃত ৪ যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ৩৬। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, খুলনা মেডিকেল কলেজ বা সিভিল সার্জন বরাবর ডোপ টেস্টের জন্য আদালতের কাছে আদেশনামা চাওয়া হয়েছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু ডোপ টেস্ট সংবাদটি ২৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি