পাইকগাছায় ভিজিডির তালিকায় নাম থাকলেও সুবিধা থেকে বঞ্চিত ৫

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ৭:৫১:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় তালিকায় নাম থাকলেও হতদরিদ্র পরিবারের ৫ জন মহিলা ১১ মাস ধরে ভিজিডি সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অভিযোগে জানা যায়, উপজেলার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ভিডিজি কার্ডের সুবিধাবঞ্চিত ৫ সদস্যের নাম তালিকায় থাকলেও দীর্ঘ ১১ মাস ধরে চাল পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। বঞ্চিতরা হলেন, হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনোয়ারা বেগম, শিউলী রানী দে, টুম্পা দাশ, কাগজী দে ও যমুনা বেগম। গত ১১ নভেম্বর সুবিধা বঞ্চিতরা পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। লিখিত অভিযোগে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও সচিব ১৩ ডিসেম্বর’১৮ চুড়ান্ত তালিকায় স্বাক্ষর করেন। ২১জন সুবিধাভোগীর নাম চুড়ান্ত হলেও ৫জন সুবিধাভোগী ১১মাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দিয়েও কোন লাভ হয়নি। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রোকনুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ইউপি সদস্য রোকনুজ্জামান এ প্রতিনিধিকে জানান, চুড়ান্ত তালিকায় নাম থাকলেও অনলাইনে বাদ পড়ার কারণে তারা বঞ্চিত হয়েছে। তবে তারা যাতে এ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচিব মোঃ সিরাজ উদ্দিন জানান, প্রতিটা ইউনিয়নে একজন ট্যাগ কর্মকর্তার থাকা সত্ত্বেও এমনটি কেন হলো বুঝতে পারছি না। তবে ইউএনও স্যারের নিকট তারা অভিযোগ করার পর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখছি।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক