পাইকগাছায় ভাটার দাদনের পাওনা টাকাকে কেন্দ্র করে মারপিট ও বসত ঘরে অগ্নিসংযোগ: আহত-১ প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় ভাটার দাদনের পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাটা শ্রমিকরা পাওনাদার খলিফা গাজীর শ্বশুর মহিরউদ্দিন মোড়লকে মারপিট ও তার বসত ঘরে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মহির উদ্দিনের ছেলে হাফিজুর মোড়ল বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাসিমপুর গ্রামের আবেদ আলী গাজীর ছেলে খলিফা গাজী (৩৮) একজন ভাটা সরদার। খলিফার শ্যালক রাড়ুলী গ্রামের মহির উদ্দিন মোড়লের ছেলে হাফিজুর মোড়ল (২৯) এর মাধ্যমে রাড়ুলী গ্রামের খোরশেদ গাজীর ছেলে লিটন গাজী (৩৪) গংরা ভাটায় কাজ করতে যাওয়ার কথা বলে ৪৬ হাজার টাকা দাদন নেয়। পরে ভাটায় কাজ করতে না গেলে তাদের কাছে পাওনা টাকা ফেরত চায় খলিফা ও হাফিজুর। এ সময় তারা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা করে। পাওনা এ টাকাকে কেন্দ্র করে ঘটনার দিন গত ৮ জুন সকাল ৬টার দিকে লিটন গাজী ও তার লোকজন তাদের বাড়ীর সামনে ফেলে হাফিজুর ও তার পিতা মহিরউদ্দিনকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার চেষ্টা ব্যর্থ হন। পরবর্তীতে দ্বিতীয় দফায় প্রতিপক্ষরা বৃহস্পতিবার রাত ১টার দিকে হাফিজুর মোড়লদের বসত ঘরে আগুন দেয়। আগুনে বসত ঘর ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি বসত ঘরে ঘুমিয়ে থাকা হাফিজুরের পিতা মহিরউদ্দিনের শরীরের অংশ বিশেষ পুড়ে যায়। এ ঘটনায় শুক্রবার হাফিজুর বাদী হয়ে প্রতিপক্ষ লিটন গাজী সহ একই পরিবারের ৫জনকে আসামী করে থানায় মামলা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি