পাইকগাছায় বড় দিন উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯ প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হতে যাচ্ছে খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাথলিক মিশনগুলো। আয়োজন করা হয়েছে ৬ দিনব্যাপী নানা কর্মসূচি। মিশন গুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন। সূত্রমতে, সারাদেশের ন্যায় আজ ২৫ ডিসেম্বর অত্র উপজেলায় উদযাপিত হচ্ছে খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন। প্রতিবছরের ন্যায় এ বছরও খ্রীষ্টান মিশন গুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌর সদর সহ উপজেলার ১০টি ইউনিয়নে এ বছর ২৮টি মিশনে বড় দিন উদযাপিত হচ্ছে। বড় দিন উৎসব মুখর করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে প্রতিটি খ্রীষ্টান মিশন। মিশনের প্রবেশদ্বার ও সামনের সড়কে নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল গেট। মিশন অভ্যান্তরে স্থাপন করা হয়েছে বড় বড় প্যান্ডেল। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা মিশন এলাকা। প্রতিটি বাড়ীর সামনে বিভিন্ন ডিজাইনের আল্পনার অংকন করা হয়েছে। পাইকগাছা কেন্দ্রীয় ক্যাথলিক খ্রীষ্টান মিশনের সভাপতি আগষ্টিন সরকার জানান, কেন্দ্রীয় মিশনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড় দিন উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে মঙ্গলবার রাতে ধর্মীয় উপসনা, কেক কাটা ও শোভাযাত্রা। বুধবার খেলাধূলা, পুরস্কার বিতরণ ও বিচিত্রানুষ্ঠান, বৃহস্পতিবার যাত্রাপালা, শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান, শনিবার যাত্রাপালা ও রোববার হ্যাপি কনসার্ট। প্রতিবছরের ন্যায় এ বছরও বড় দিন উৎসবমূখর পরিবেশে উদযাপিত হবে বলে পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রীয় ডি-রোজারিও জানান। খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উৎসব মূখর করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না জানান, এ বছর উপজেলায় ২৮টি স্থানে বড় দিন উদযাপন হচ্ছে। এসব মিশন গুলোতে সরকারের পক্ষ থকে ১৪ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ২৩০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি