পাইকগাছায় বৃক্ষরোপন ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় গ্রীণ বেল্ট কর্মসূচির আওতায় বৃক্ষরোপন ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, পূর্ণিমা ঘোষ, সহকারী প্রধান শিক্ষক শিব শংকর, ইউপি সদস্য গাজী এমএ সাত্তার, আব্দুল হাকিম, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিত রায়, মাওঃ আহমাদ উল্লাহ ও গ্রাম আদালত সহকারী নাজমুন্নাহার। অনুষ্ঠানে ইউএনও জুলিয়া সুকায়না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ এবং পরিষদ চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক