পাইকগাছায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ মৎস্য মার্কেটের কার্যক্রম পরিচালনার অভিযোগ প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় অবৈধ মৎস্য মার্কেটের ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আড়ৎদারী কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অবৈধ এ মার্কেটের বৈধ কোন কাগজপত্র না থাকায় পুরাতন আড়ৎদারী সমিতির ব্যবসায়ীরা ইতোপূর্বে মার্কেটটি উচ্ছেদের দাবী জানিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। উল্লেখ্য, পৌর সদরের পুরাতন ও ঐতিহ্যবাহী মৎস্য আড়ৎদারী মার্কেটের ব্যবসায়ী বজলুর রহমান পুরাতন মার্কেটকে উপেক্ষা করে শিববাটী সড়কের পাশে কৃষি জমির উপর নতুন একটি আড়ৎদারী মার্কেট নির্মাণ করে। পুরাতন আড়তের ব্যবসায়ীদের অভিযোগ, বজলুর রহমান ব্যক্তিগতভাবে শত শত ব্যবসায়ীকে উপেক্ষা করে সম্পূর্ণ অবৈধভাবে নতুন আড়ৎদারী মার্কেট নির্মাণ করেছে। নতুন এ মার্কেটের প্রয়োজনীয় পৌরসভার ট্রেড লাইসেন্স, ভোক্তা অধিকার, মৎস্য দপ্তরের সহ প্রয়োজনীয় বৈধ কোন কাগজপত্র ও অনুমোদন নাই। এ ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অবৈধ মার্কেটের কার্যক্রম বন্ধ ও উচ্ছেদের দাবী জানিয়ে অভিযোগ দায়ের করি। যার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার দুই মার্কেটের সবাইকে নিয়ে বসলে বজলুর রহমান তার মার্কেটের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন। আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক শাহীন ইকবাল জানান, প্রশাসনের এ নির্দেশনা উপেক্ষা করে নতুন মার্কেটের ব্যবসায়ী বজলুর রহমান গোপনে মার্কেটের কার্যক্রম চলমান রাখার চেষ্টা করছে। মঙ্গলবার সকালে কার্যক্রম শুরু করেছিল বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নতুন মার্কেটের ব্যবসায়ী মাহফুজ জানান, আমরা মার্কেটে উপস্থিত থাকলেও ব্যবসায়ীক কোন কার্যক্রম করিনি। ইউএনও জুলিয়া সুকায়না জানান, প্রয়োজনীয় কোন কাগজ বা অনুমোদন না থাকায় নবনির্মিত মার্কেটের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া রয়েছে। প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করলে মার্কেটের কার্যক্রমে কোন বিধি নিষেধ থাকবে না। এ ধরণের কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে এ জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পুরাতন মৎস্য আড়ৎদারী সমিতির ব্যবসায়ীরা। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি