পাইকগাছায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু ও মহিলার আত্মহত্যা

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০ | আপডেট: ৯:০১:অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
প্রতিকী ছবি

পাইকগাছায় আকাশ সরকার (১৮) নামে এক যুবক পুকুরে ডুবে মৃত্যু ও ফিরোজা বেগম (৪৫) নামে এক মহিলা গলাই রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ উভয়ের সুরত হাল রিপোর্ট শেষে যুবককে পরিবারের কাছে হস্তান্তর ও মহিলাকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় কৃষ্ণনগরের অশোক সরকারের ছেলে আকাশ সরকার। দেলুটি মামা বিভূতি রায়ের বাড়িতে বেড়াতে যায়। মাঠে খেলা দেখে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তার মৃত্যু হয় বলে তার মামা জানিয়েছে।

অপরদিকে, গোপালপুর গ্রামের আমজাদ দফাদারের স্ত্রী ফিরোজা বেগম (৪৫) শুক্রবার সকালে বাড়ির পার্শ্বে একটি গাছে পরনের কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা