পাইকগাছায় নগদ এজেন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দু’প্রতারক গ্রেফতার প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯ | আপডেট: ২:৩৫:অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯ পাইকগাছা(খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় “নগদ এজেন্ট” থেকে হ্যাক করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দু’প্রতারককে পুলিশ আটক করেছে। রোববার দুপুরে পুলিশ গোপালপুর গ্রামের নজরুল গাজীর ছেলে রিপন ইসলাম (২৫) কে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের শামীমকে আটক করে। প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাত ৮টা ৫মিনিটে ০১৯৩৮০৫৫৭১১ থেকে ০১৮৮৫৪৫৬৬৬৪ নম্বরে রাড়ুলীর ষষ্ঠিতলা বাজারে লিছা ক্লিনিক ও নগদ এজেন্ট থেকে দু’দফায় ১ লাখ টাকা ক্যাশ আউট করে। এরপর রাত ৮টা ৫১ মিনিট ও ৫২ মিনিটের মধ্যে ৪ দফায় জাহাঙ্গীরের ব্যবসায়ী মোবাইল থেকে ০১৯১৭০৩৪৫০৬ নম্বরে ১ লাখ ১ হাজার ৮৪ টাকা চলে যায়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা নগদপাইকগাছায় নগদ এজেন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সংবাদটি ২৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি