পাইকগাছায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা
পাইকগাছা(খুলনা) সংবাদদাতা ঃ
পাইকগাছা উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, লোনাপাণি কেন্দ্রের উপ-পরিচালক নিলুফা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রহমত আলী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা এসএম মারুফ হাসান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা। উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

st/a.i.b/paik/11:53pm