পাইকগাছায় খুঁড়ে রাখা রাস্তায় পানি জমে চরম জনদূর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ | আপডেট: ৯:৪৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

পাইকগাছার লস্কর বাইনতলা খেঁয়াঘাট-ভিলেজ পাইকগাছার মাদরাসা মোড় পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা নির্মাণে দীর্ঘ দিন খুঁড়ে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার জনসাধারণ। চলতি বর্ষা মৌসুমে রাস্তাটুকু পরিণত হয়েছে একটি সরু খালে। এলাকাবাসির অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠানের মন্থর গতির কাজই এর জন্য দায়ী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানায়, বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় ভিলেজ পাইকগাছা গ্রামের মোমেল মোড়লের বাড়ি হতে লস্কর গ্রামের বাইনতালা খেঁয়াঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পিচের রাস্তা নির্মাণে ১ কোটি টাকা বরাদ্ধ হয়।

এলাকাবাসী জানায়, এরপর কার্যাদেশ পেয়ে ফজলুর রহমানের ঠিকাদারী প্রতিষ্ঠান শুরু করে রাস্তার কাজ। এক পর্যায়ে রাস্তা দীর্ঘ দিন আগে রাস্তা খুঁড়ে রাখলেও কাজের সামগ্রিক মন্থর গতি থমকে যায় নির্মাণ কাজ।

সর্বশেষ রোববার ভোর রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে খুড়ে রাখা রাস্তায় পানি জমে পরিণত হয় অলিখিত সরু খালে। এতে করে পথচারীসহ যানচলাচল সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়ে। সমস্যা সমাধানে ভূক্তভোগী এলাকাবাসী দ্রুত গতিতে রাস্তার কাজ এগিয়ে নেয়ার জন্য যথাযথ কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা