পাইকগাছায় কৈশোরবান্ধক স্বাস্থ্যসেবা বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ৯:৪৩:পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় রূপান্তরের কিশোর-কিশোরীদের সু-স্বাস্থ্য ও সুরক্ষিত পরিবেশ প্রতিষ্ঠা কর্মসূচির আওতায় কৈশোরবান্ধক স্বাস্থ্যসেবা বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মঠবাটী শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির চত্ত্বরে পটগান প্রদর্শন করেন রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ। পরে মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রশান্ত সরকারের সভাপতিত্বে কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। বক্তব্য রাখেন, এএসআই আব্দুল কাদের, শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, সাংবাদিক এস,এম, বাবুল আক্তার, কল্লোল মল্লিক, রূপান্তরের সহকারি প্রোগ্রামার শরিফুল বাশার, গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও প্রীতিকা বিশ্বাস। এর আগে হরিঢালী ও লস্করে পাটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা পটগান প্রদর্শনী সংবাদটি ২৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি