পাইকগাছায় করোনা প্রতিরোধে ইউএনও’র নেতৃত্বে সেনা অভিযান

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৯:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার নেতৃত্বে সোমবার সকালে পৌর সদর, জিরোপয়েন্ট, শিববাটী, কাঁটাখালী, দেবদুয়ার, চাঁদখালী, ফতেপুর ও ধামরাইল এলাকায় সেনা অভিযান পরিচালনা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা ও ইট-ভাটার কার্যক্রম বন্ধ করে শ্রমিকদের নিজ নিজ বাড়ীতে অবস্থান করার কথা বলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজীব আহসান সাদ ও পেশকার প্রতুল জোয়াদ্দার।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক