পাইকগাছায় ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমান জাল জব্দ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ | আপডেট: ৭:১০:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

পাইকগাছায় ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমান ইলিশ ধরা জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শিবসা নদীর দারুনমল্লিক ও সোলাদানা এলাকা থেকে মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ৩০ হাজার বর্গমিটার ইলিশ ধরা জাল ও ২০ হাজার বর্গমিটার চরপাটা জাল জব্দ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের নেতৃত্বে অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের এস আই বাবুল আকতার, এ এস আই জাহিদ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও ম্যাকানিক মনজুরুল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা