পাইকগাছায় ইট ভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ৮:৫২:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় ইট ভাটা মালিক মিথুন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম উপজেলার কাটাখালী কৃষ্ণনগরস্থ তার সরদার ব্রিক্স ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সনাতন পদ্ধতিতে ইট-ভাটা পরিচালনা করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৪ ধারার আওতায় ভাটা মালিক মিথুন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কানুনগো মোজাম্মেল হোসেন ও পেশকার সাকিরুল ইসলাম। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্টেট আরাফাতুল আলম জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এলাকার অবৈধ সকল ইট ভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ২৬৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি