পাইকগাছায় অতিরিক্ত দামে লবণ বিক্রি ও মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় লবণ সংক্রান্ত গুজববিরোধী অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার গড়ইখালী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ী সাহিদুল ইসলাম নিজের রড-সিমেন্টের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন লবণ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনের আওতায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি (তদন্ত) রহমত আলী, বাইনবাড়িয়া ক্যাম্প ইনচার্জ এসআই আবু হানিফ, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুর ইসলাম, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক ও সাকিরুল ইসলাম। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি