পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আওতায় গতকাল সকালে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম। বক্তব্য রাখেন, নিজাম উদ্দীন, রবীন্দ্রনাথ সানা, শিক্ষক বীরেন্দ্র কিশোর মন্ডল, পরিমল চন্দ্র মন্ডল, নির্মল চন্দ্র বৈরাগী, আব্দুল গফুর বিশ্বাস ও লতিকা ঢালী। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয়সততা ষ্টোরসোলাদানা মাধ্যমিক বিদ্যালয় সংবাদটি ২৬৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালার কপোতাক্ষ নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত