পাইকগাছার লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোট এর আত্মপ্রকাশ প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছার লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোট (লুকু)’র আত্মপ্রকাশ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঠামারী বাজারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশেষ স্মরণিকা “আলোকবর্তিকা”র মোড়ক উন্মোচন ও ইউনিয়নের ২৩ ব্যক্তিকে সাংস্কৃতিক সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিত সরকারের পরিচালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও লুসা সভাপতি সব্যসাচি মন্ডল, সাংস্কৃতিক জোটের উদ্যোক্তা নিউটন কুমার রায়, প্রধান শিক্ষক কালিদাশ রায়, বৈদ্যনাথ রায় ও প্রকাশ সরকার টুকু। বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারিক গাজী, ইউপি সদস্য সেবানন্দ রায়, বিশ্বজিৎ শীল, পূজা পরিষদ নেতা কালিপদ বিশ্বাস, রায় সমীর কুমার, গুরুদাশ রায় ও নয়ন বিশ্বাস। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা লতা ইউনিয়ন সাংস্কৃতিক জোট সংবাদটি ২৮৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি