নিশী কাব্য প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ১২:২৯:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯ নিশী কাব্য …………শ্যামল বণিক অঞ্জন…………….. চুপচাপ শুয়ে আছি রাত্রি নিঝুম, জানিনা কি কারণে নেই চোখে ঘুম! টুপটাপ ঝরে পড়ে বৃষ্টির জল, তোর কথা ভেবে মন হয় চঞ্চল। কতোদিন দেখিনারে মুখখানী তোর! দেখিনা যে কতোকাল রুপাঝরা ভোর! সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা সংবাদটি ৩৯০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?