দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা ৫ দিনের ছুটির কবলে প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এর ফলে এই বন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি আজ শনিবার (১ অক্টোবর) থেকে আগামি বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে। তবে, এই সময় পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানি রপ্তানি কার্যক্রম। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ এস এম মাকছুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্বাক্ষরিত একপত্রে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ৫দিন সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এ জন্য শনিবার থেকে আগামি বুধবার পর্যন্ত প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে । তিনি আরো জানান, আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। এসজি/ডেক্স সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক