ত্রাণের দাবিতে কলারোয়ায় মানববন্ধন প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ সাতক্ষীরার কলারোয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে কর্মহীন হত দরিদ্র মানুষেরা। সোমবার বেলা ১১ টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে ত্রাণ বঞ্চিত প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সুমিত্র সরকার, মরিয়াম খাতুন, শিক্ষক আনন্দ, মাইকেল সরকার, রিয়াজ উদ্দিন, রোজিনা খাতুন, সাহিদা খাতুন, জাহানারা, সামাদ, হারান, সাহাদাত প্রমুখ । বক্তারা এসময় বলেন, এখানকার শতাধিক মানুষ এখনও কেউ ত্রাণ পাননি। বারবার বলার পরেও স্থানীয় জনপ্রতিনিধিরা কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে জানান। তারা এ সময় ত্রানের দাবীতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রঘুনাথপুর গ্রামে ইতিমধ্যে পর্যায়ক্রমে ত্রান বিতরন শুরু হয়েছে। তিনি আরো জানান, ওখানে যারা ত্রান পাননি তারা দুই/এক দিনের মধ্যেই পেয়ে যাবেন। ত্রাণের দাবিতে মানববন্ধন সংবাদটি ৩৯০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪