তালা হাসপাতালে রোগিদের হয়রানীর দায়ে এক ব্যক্তির কারাদন্ড

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ | আপডেট: ৭:১১:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের হয়রানি আর নাজেহালের দায়ে মোঃ রফিকুজ্জামান (৪৫) নমের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রবিবার (১৬ আগষ্ট) বেলা ১ টার দিকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের শেখ এলাহী বক্সের পুত্র।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত একদল দালাল চক্র তালা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা নারী-পুরুষদের হয়রানী ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিল। রবিবার সকালে মোঃ রফিকুজ্জামান নামের ঐ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজনকে হয়রানী করার পুলিশ তাকে আটক করে।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন দন্ডবিধি ২৯১ ধারা মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামানতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা