তালা শিশুতীর্থের চতুর্থ শ্রেণির ছাত্র অরিত্র’র চির বিদায় প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ | আপডেট: ৬:৫৯:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ ডেক্স রিপোর্ট: চির বিদায়ের সময় মায়ের স্পর্শ পেলনা ছোট্ট শিশু অরিত্র জ্যোতি বিশ্বাস। বয়স ১১ বছর ০২ মাস। তালা শিশুতীর্থ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র এবং তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্রের সংগীত বিভাগরে ছাত্র ছিল অরিত্র। বাবা নন্দ গোপাল বিশ্বাস আশা এনজিও’র তালা শাখার ম্যানেজার। অরিত্র’র মায়ের কোল জুড়ে প্রায় তিনমাস আগে আসে ফুটফটে এক কন্যা সন্তান। তাকে কোলে নিয়ে আদর করে বাড়ি থেকে বাবার সাথে ডাক্তার দেখানোর জন্য বের ভারতের উদ্দেশ্যে বের হয় অরিত্র। ইচ্ছে ছিল ফিরে এসেই পূজোর আনন্দ ভাগাভাগি করবে সবার সাথে। কিন্তু বিধি বাম! বাবার সঙ্গে প্রথমে গিয়েছিল ভারতের বাঙ্গালুরের দেবী শেঠীর নারায়ণী হাসপাতালে, পরে সেখান থেকে মনিপাল হাসপাতালে। সেখান গিয়েই ধরা পড়ে হার্টের সমস্যা। ডাক্তারের পরামর্শে করতে হয় দ্রুত অপারেশন। ১২ দিন নিবিড় পর্যবেক্ষনে (আইসিইউতে) থাকার পর তার নতুন করে ফুসফুসে ইনফেকশান ধরা পড়ে। সেখানে কয়েক দফা অপারেশনরে পরও আর সুস্থ হয়নি অরিত্র। এক পর্যায়ে ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে দীর্ঘ ২৮ দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ২২ অক্টোবর (মঙ্গলবার) রাত ১২ টা ৪০ মিনিটের দিকে না ফেরার দেশে চলে যায় অরিত্র। শুক্রবার বেলা ২ টার দিকে বাঙ্গালোর থেকে তাল লাশ পৌঁছায় গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামে। সেখানে অরিত্রর মরদেহ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা-বাবা-কাকা-কাকি-পিসি-ঠাকুরমাসহ হাজারো মানুষের আর্তনাদে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এ সময় সেখানে এক আবগেঘন পরিবেশেরে সৃষ্টি হয়। বিকালে সকল ধরনের ধর্মীয় কার্যাদি সম্পন্ন করে স্থানীয় শ্মাশানের পাশে তাকে সমাহিত করা হয়। এদিকে অরিত্র অপারেশনের আগে মোবাইল ফোনে তার পুলিশ অফিসার কাকার সাথে ভিডিও কলে বলেছিল, “কাকু আমি ভাল হয়ে দুর্গাপূজার আগেই চলে আসব। সে বলেছিল, ইন্ডিয়ায় অনেক সুন্দর সুন্দর বাজি পাওয়া যায়, আমি ফেরার সময় বাজি কিনে নিয়ে এসে আনন্দ করবো!” দীর্ঘ প্রায় এক মাস পর সে ফিরল, কিন্তু লাশ হয়ে। চির প্রস্থানের সময় বাবাকে ক্ষণিকের জন্য কাছে পেলেও পায়নি মায়ের র্স্পশ। এদিকে তার বিদেহী আত্মার শান্তি কামনায় তালা শিশুতীর্থ স্কুলের পক্ষ থেকে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া তালা গণ-সাংস্কৃতকি কেন্দ্র অরত্রি জ্যোতি বিশ্বাসের আত্মার শান্তি কামনায় শুক্রবার (২৫ অক্টোবর) এর সকল ক্লাস বন্ধ ঘোষণা করে। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা সংবাদটি ৩০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত