তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ | আপডেট: ১১:০৯:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ তালায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা, প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদটি ২১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত