তালা রিপোর্টার্স ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): তালা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভা সোমবার বিকালে ক্লাব’র কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি পি.এম. গোলাম মোস্তফা, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মো. হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক- এম.এ জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- শেখ সিদ্দিক, সদস্য প্রভাষক এস.আর. আওয়াল, কে.এম. শাহীনুর রহমান, মঞ্জুরুল ইসলাম বাবুল, মোড়ল শাহীনুর রহমান ও ডা. আব্দুর রহমান প্রমুুখ। সভায় সর্ব সম্মতিক্রমে ইন্দ্রজীত দাশ বাপী, নারায়ন মজুমদার, এম. এ. মান্নান, বাহারুল ইসলাম, হাসান আলী বাচ্চু, পার্থ মন্ডল, মো. মিজানুর রহমান, রেশমা খাতুন, দানিয়েল বি. সরকার ও মো. রিপন হুসাইনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। এছাড়া ক্লাবের স্বার্থ বিরোধি কর্মকান্ডে লিপ্ত থাকায় অর্থ সম্পাদক অমল সেনকে ক্লাবের সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হয়। সভায় ক্লাবের সাংগঠনিক কর্মকান্ড উন্নয়নে সহ ১১টি এজেন্ডা বাস্তবায়নে একাধিক সিদ্ধান্ত গৃহিত হয়। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান সংবাদটি ১৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত