তালা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে সংবর্ধণা প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ১২:০৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ তালা প্রেসক্লাবে সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। তালা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান কে সংবর্ধণা প্রদান করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়েল অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রাম প্রসাদ দাস, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাসদ নেতা দেবাশীষ দাস, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান পেশাগত দায়িত্ব পালনে তালাবাসির সার্বিক সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, তালার রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বোপরি উপজেলা সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা পেলে তালা উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ও তালা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। সংবাদটি ২১৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত