তালা উপজেলা জুয়েলার্স সমিতি’র সাধারন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০ ‘স্বর্ণের মান যথাযথ নিশ্চিত করার লক্ষে’ পাটকেলঘাটায় তালা উপজেলা শাখা জুয়েলার্স সমিতি’র এক সাধারন সভা শুক্রবার(২ অক্টোবর) বেলা ১১টায় পাটকেলঘাটা বাজার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি আলহাজ্ব মীর জামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারন সম্পাদক দেব দাস কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা জুয়েলার্স সমিতি সাধারন সম্পাদক বাসু দেব দত্ত, প্রচার সম্পাদক মশিউর রহমান খোকন, পাটকেলঘাটা বাজার জুয়েলার্স সমিতি সাধারন সম্পাদক তাপস কুমার আমিন, দীপক সিংহ প্রমুখ। বক্তরা এ সময় বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির নীতিমালা অনুযায়ী স্বর্ণ ব্যবসা পরিচালনা করতে হবে। ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে স্বর্ণের ন্যায় রৌপ্যের ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। বিক্রয় করার ক্ষেত্রে ক্যাশ মেমোতে অবশ্যই ক্যারেট, ওজন ,মজুরী উল্লেখ করতে হবে এবং বৈধ কাগজপত্র ছাড়া কেউ ব্যবসা পরিচালনা করতে পারবেন না। তা না হলে কোন সমস্যা পড়লে কোন দায় সমিতি নেবে না। এ সময় বক্তারা সরকারের ভ্যাট, আয়করসহ সরকারের উন্নয়নে অংশীদার হিসেবে সকলের সহযোগিতা কামনা করছেন। সর্বপরি বাজুস এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে চলতে সবাইকে আহবান জানানো হয়। আরএইচ/ডেক্স সংবাদটি ৪৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু