তালায় ৫শ গ্রাম গাঁজা সহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১ | আপডেট: ৯:৪২:অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
সাতক্ষীরা তালা উপজেলার বারুইহাটি গ্রামে অভিযান পরিচালনাকালে ৫শ গ্রাম গাঁজা সহ একজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত আনুমানিক ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন তালা থানার পুলিশ।
 
থানা সুত্রে জানা যায়,উপজেলার তালা সদরের বারুইহাটি বিশ্বাস পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিকিকিনি হচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল নির্দেশমত অভিযান পরিচালনা করলে বারুইহাটি বিশ্বাস গ্রামের মৃত.আনার আলী বিশ্বাসের পুত্র মো: কামাল বিশ্বাসের কাছ হতে ৫০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
 
এই অভিযানে তালা থানার এসআই পিযুষ কান্তি ঘোষ, এএসআই আশরাফুল,এএসআই শামিম হোসেন, এএসআই ওমর ফারুক নেতৃত্বদেন। 
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, আটককৃত গাঁজা ব্যাবসায়ীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা