তালায় স্কুল শিক্ষক তাপস আর নেই প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ | আপডেট: ৭:৪৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ ছবি: শিক্ষক তাপস হালদার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক তাপস কুমার হালদার (৪৭) আর নেই। সোমবার ভোর ৬ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষক তাপস উপজেলা ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের আশুতোষ হালদারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, রবিবার রাত ১০ টার দিকে বুকে ব্যথাজনিত কারণে শিক্ষক তাপসকে তালা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা অবনতি হলে সোমবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক তাপস কুমার হালদারের মৃত্যুতে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ কাশেম, প্রধান শিক্ষক শক্তি পদ কর, শিক্ষক আব্দুল হান্নান, প্রভাষ কুমার সাহা, গোলাম মোস্তফাসহ স্কুলের কর্মকর্তা কর্মচারীগণ তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদটি ১৮৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত