তালায় সাংবাদিক ফয়সালের পিতার মৃত্যু: প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ | আপডেট: ১০:২৯:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক এমএ ফয়সালের পিতা ডাঃ মোঃ হানিফ আলী সরদার (১০৩)।

তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক এমএ ফয়সালের পিতা ডাঃ মোঃ হানিফ আলী সরদার (১০৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার রাত ১২ টার পর রহিমাবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত কারণসহ বিািভন্ন রোগে ভুগছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

শুক্রবার (১৫ জানুয়ারী) বাদ জুম্মা তালা কাছেমুল উলুম মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। এদিকে সাংবাদিক এমএ ফয়সালের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দরা হলেন, নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম, ফিরোজা রহমান শিমু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা