তালায় সাংবাদিক খলিলের মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৮ লক্ষ টাকার মাছ নিধন প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ তালার খানপুর ও কেসমোতঘোনা মোমতলা বিলে সাংবাদিক মো. খলিলুর রহমান’র ৪৫ বিঘা আয়তনের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। এতে ৭/৮ লাখ টাকার রুই, কাতলা, মৃগেল, গলদা সহ বিভিন্ন প্রজাতীর সাদা মাছ মরে সাবাড় হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক মো. খলিলুর রহমান জানান, বাড়ির পাশে খানপুর-কেসমোতঘোনা মোমতলা বিলে তিনি দীর্ঘদিন ধরে মাছের ঘের করে আসছেন। শুক্রবার গভীর রাতে ওই মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে শনিবার এবং রোববার দু’দিন ধরে ব্যপক ভাবে মাছ মরা শুরু হয়। বিশেষজ্ঞদের পরামর্শে বিষক্রিয়া রোধে ঘেরে ওষুদ প্রয়োগ সহ নতুন পানি ও পুরাতন পানি সেচের ব্যবস্থা করা হয়েছে। তারপরও দু’দিনে কমপক্ষে ৭/৮ লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়েছে। এঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের’র প্রস্তুতি চলছে বলে খলিলুর রহমান জানান। সংবাদটি ৩২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত