তালায় শিক্ষিকা মাজেদা বেগমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ সাতক্ষীরার তালা উপজেলার তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাজেদা বেগমের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১আগস্ট) সকাল ১১টায় তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান। স্কুলের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্ব ও শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,অধ্যক্ষ আব্দুর রহমান, ইনামুল ইসলাম, সেলিম হেসেন, সাবেক স্কুলের সভাপতি মীর মহাসীন হোসেন, স্কাউট কমিশনার স্বপন মিএ, শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, এস এমসি সহ-সভাপতি সাংবাদিক জুলফিকার রায়হান, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। স্বরন সভায় অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এসএমসি, স্কুলের শিক্ষক মন্ডলী স্হানীয় ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে মাজেদা বেগমের আত্নার শান্তি কামনা সহ করোনা ভাইরাসে মৃত্যুবরনকারী সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আয়ুব হেসেন। সংবাদটি ২৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত