তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ এমএ মান্নান, তালা: তালায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে ১২০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ(খাতা,কলম) ও শিক্ষাবৃত্তি (বেতন, সেশন ফি, পরীক্ষার ফি) প্রদান করা হয়েছে।গতকাল(সোমবার) তালার গোনালী এফডিএস মিশনের হলরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরন,শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম অফিসার রনজিৎ দাশ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, প্রোগ্রাম ম্যানেজার নীল আর্মস্ট্রং গমেজ,পাষ্টর রঘুনাথ সরকার,মামুন সরদার সহ শিক্ষক,অভিভাবক,সাংবাদিক,মিশন কতৃপক্ষ,শিক্ষার্থী প্রমুখ। আলোচনা সভা শেষে গোনালী এফডিএস মিশন স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন ও অতিথি মহোদ্বয়েরা উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির ১২০জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,খাতা,কলম বিতারণ করেন । সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ২০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত