তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ | আপডেট: ৫:২৬:অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ তালা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ। তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপ-শহরে র্যালি বের হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান, সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার প্রমুখ। সংবাদটি ২২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত