তালায় মদ পান করে উশৃংখলা করায় মাদকসেবীকে ১ বছর কারাদন্ড প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ | আপডেট: ১১:৩৫:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ মাদক(মদ) সেবন করে উশৃংখলতা করার দায়ে অসীম সাধু (৩০) নামে এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইকবাল হোসেন। জানা যায়, বুধবার (১৪ অক্টোবার) দুপর আনুমানিক দেড়টার দিকে তৈলকুপি গ্রামের মৃত: মনোরজ্ঞন সাধুর ছেলে মাদকসেবী অসীম সাধু মাদক(মদ) সেবন করে পাটকেলঘাটার পাঁচ রাস্তা মোড়ের কেশব সাধুর দোকানে এসে উশৃংখলতা শুরো করে। এই সময় ব্যাবসায়ীরা পাটকেলঘাটা থানা পুলিশ খবর দেন। পরে বিকাল ৫টার দিকে পাটকেলঘাটা থানার এসআই জয়বালা অভিযুক্ত অসীমকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয়ে হাজির করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো:ইকবাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসীমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, মাদকসক্ত অসীম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সংবাদটি ১৪৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত