তালায় বাড়িতে ভিজিডি চাল ও ত্রাণ পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান জাকির প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): কর্মহীন হয়ে সাময়িক বিপাকে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিজিডি চাল ও ত্রাণ পৌঁছে দিচ্ছেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। রবিবার (১২ এপ্রিল) তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫৯ জন ভি,জি,ডি কার্ডধারিদের মাঝে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে উক্ত চাল বিতরণ করেন। এ সময় তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে উক্ত ত্রাণ ও ভি,জি,ডি চাল পৌঁছে দেয়া হয়। এ সময় তিনি গ্রামবাসীকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত