তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গনটিকা প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ | আপডেট: ৭:০৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ তালা সদর ইউনিয়ন পরিষদে গনটিকা দেওয়ার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভীড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তালায় গণটিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে গণটিকা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ১৫০০ জন করে মোট ১৮ হাজার ব্যক্তিকে এ টিকা দেওয়া হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কোভিড-১৯’র এই ক্যাম্পেইনে আমরা শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এবং একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ১৫০০ জন করে মোট ১৮ হাজার ব্যক্তিকে এ টিকা দেওয়া হয়েছে। গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, খলিলনগর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু। সংবাদটি ৩৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত