তালায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭জন আহত

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০ | আপডেট: ৪:৩৩:অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালায় একই পরিবারের ৭ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া গুন্ডারা। আহতদের মধ্যে গুরুতর ৪জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নেহালপুর গ্রামের শেখ আতিয়ার রহমান জানান, প্রতিবেশী জাকির শেখ এর সহিত দীর্ঘদিন যাবৎ জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল, এবিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদে আগামী শনিবার সালিশ ছিল। কিন্তু তার পূর্বেই রোববার সকালে জাকিরের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করতে যায়। এ সময় আমাদের বাড়ীর লোকজন বাঁধা দিতে গেলে তারা লোহার রড, দা, লাঠি দিয়ে অতর্কিত পিটিয়ে ৭ জনকে জখম করে।

আহতদের মধ্যে নেহালপুর গ্রামের মৃত. শরফুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৩৮), আবু হাসান শেখ (৩৫), আফাস উদ্দিন শেখের ছেলে বছির উদ্দিন (৫৫) ও শেখ আতিয়ার রহমানের স্ত্রী সেলিনা (৩৬) কে মারাত্বক জখম অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে সংশ্লিষ্ট জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দিন ধার্য ছিল। এরই মধ্যে জমি দখল করার জন্য হামলা চালিয়ে কাজটা তারা ভাল করেনি। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা