তালায় পূজা মন্ডপের অনুকুলে সরকারি অনুদান বিতরণ প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ | আপডেট: ১২:০৫:পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলা ১৮৩ টি পূজা মন্ডপের অনুকুলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা সরকারী কলেজ হল রুমে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ আয়োজনে প্রতিটি পূজা মন্ডপের বিপরীতে ৫০০ কেজি চাউল সরকারী অনুদান বিতারণ করা হয়। বিতারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা সরকারী কলেজের প্রফেসর মনি মোহন মন্ডল, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াদিহ মুর্শেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, সাতক্ষীরা জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাস বাপী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু প্রমুখ। সংবাদটি ২৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত