তালায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উৎযাপন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ | আপডেট: ৬:২৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি কৈশরকালীন মাতৃত্ব রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আগামি ৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উৎযাপন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,এমসিএইচ এফটি ডাঃ আবুল বাসার ও মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। এসময় তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পরিবার পরিকল্পনা, মাতৃ মৃত্যু হ্রাস, গর্ভ ও প্রসব কালে এবং প্রসব পরবর্তী মাতৃ স্বাস্থ্য সেবা, আর্থ সামাজিক ও তালা উপজেলায় ৭-১২ ডিসেম্বর ২০১৯ তারিখ পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালন করার লক্ষ্যে জোর দেওয়া হয়। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা সংবাদটি ১৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত