তালায় দূর্বৃত্তদের হামলায় ৪ ভূমিহীন আহত প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ | আপডেট: ১০:০৫:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ প্রতিবেদক, তালা : তালায় প্রতিপক্ষ দূর্বৃত্তেেদর হামলায় ভূমিহীন পরিবারের নারী ও পুরুষ সহ ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে শরিফুল ইসলাম’র অবস্থা গুরুতর হওয়ায় তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার চাঁদকাঠি গ্রামে। জানা গেছে, চাঁদকাঠি গ্রামের ওমর গাজীর ছেলে শরিফুল ইসলাম গাজীর দখলীয় খাস জমি জোর দখলের জন্য একই গ্রামের আবুল কাশেম গং দীর্ঘ দিন ধরে চেষ্টা চালাচ্ছিল। এই নিয়ে ইতোপূর্বে কাশেম গং শরিফুল গাজী’র রোপন করা অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে সাবাড় করে দিলে উভয় পক্ষের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে আবুল কাশেম ও তার দূর্বৃত্ত ছেলে দিদার পরিকল্পিতভাবে ধারালো দাঁ দিয়ে ভূমিহীন শরিফুলের মাথায় ও লোহার রড দিয়ে কানে আঘাত করে। এতে শরিফুলের মাথা কেটে এবং কান’র পর্দা ফেটে গেলে সে গুরুতর আহত হয়। এসময় শরিফুলকে উদ্ধার করতে আসলে দূর্বৃত্তরা তার স্ত্রী রশিদা বেগমকে, কবিরুল ইসলামের স্ত্রী মুসলিমা বেগমকে এবং মুনছুর গাজীর স্ত্রী আছিয়া বিগেমকে পিটিয়ে আহত করে। পরে গ্রামের লোক শরিফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। আহতরা অভিযোগ করে বলেন, স্থানীয় এক প্রভাবশালী নেতার নির্দেশ দূর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এঘটনায় তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে ভুক্তভোগীরা জানান। তবে, হামলার ঘটনা অস্বীকার করে ওই নেতা জানান, শরিফুলদের হামলায় আবুল কাশেম গুরুতর আহত হয়ে এদিন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ১৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত