তালায় গৃহবধু হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২ | আপডেট: ১০:৫২:পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

সাতক্ষীরার তালায় গৃহবধু হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

র‌্যাব সাতক্ষীরার কোম্পানী অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের অনিল ঋষি (৬০), তার ছেলে মান্দার ঋষি (২০) ও গোবিন্দ ঋষি (৩০)।

র‌্যাব-৬ জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে গোবিন্দ ঋষি। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। কয়েকদিন আগে স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশ্নি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয়।

র‌্যাব সাতক্ষীরার কোম্পানী অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২। তারিখ ০১.০১.২২ ইং। এই মামলার পর আসামীরা দ্রুত পালিয়ে যায়।

র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদে আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের তালা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স