তালায় গাছ চাপায় বসত ঘর ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ | আপডেট: ১:৩৫:অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

তালার দক্ষিননলতা গ্রামে আব্দুস সাত্তার মোড়ল এর বসত বাড়ির উপর একটি গাছ ভেঙ্গে পড়ায় তার ঘরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আব্দুস সাত্তার তার বসত ঘর সংস্কার করা নিয়ে চরম বিপাকে পড়েছে। আব্দুস সাত্তার একই গ্রামের মৃত. ময়েজ উদ্দীন মোড়ল এর ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আব্দুস সাত্তার জানান, প্রতিবেশি মৃত মোহাম্মাদ সরদারের ছেলে মুনসুর সরদারের একটি বড় মেহগনী গাছ তার বাড়ির জন্য ঝুকিপূর্ন হয়ে ওঠে। ফলে বিভিন্ন সময়ে গাছটি কেটে সরিয়ে নেবার কথা বললেও মুনসুর সরদার তা কর্নপাত করেনি। ফলে ঘূর্নিঝড় আম্পানে ওই গাছটি ভেঙ্গে সাত্তার সরদারের ঘরের চালের উপর পড়ে। এতে ঘরের চাল, দেওয়াল, ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া গাছের আঘাতে সাত্তার মোড়ল’র পরিবারের সদস্যরা কমবেশি আহত হন। ঘটনার পর ভুক্তভোগী সাত্তার মোড়ল ক্ষতিপুরন’র দাবীতে গাছ মালিক মুনসুর সরদারের বিরুদ্ধে গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ দায়ের করে। এতে মুনসুর সরদার ক্ষিপ্ত হয়ে গ্রামের কোনও সালিশ সভায় হাজির হননি এবং অদ্যবদী তার গাছটি অপসারন করেনি। ফলে আব্দুস সাত্তার মোড়ল তার ঘর সংস্কার করতে না পারায় খোল আকাশের নিচে বসবাস করছে।


আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। তালা, সাতক্ষীরা