তালায় একই রাতে দুটি সরকারী প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত 

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
উপজেলা পরিষদের সীমানার অভ্যন্তরে সরকারি অফিস একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকে এবং আনসার ভিডিপি অফিসে চুরির ঘটনা ঘটেছে।সাতক্ষীরার তালা উপজেলায় শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 
 
পল্লী সঞ্চায় ব্যাংকের উপজেলা শাখা ব্যাবস্থাপক ও আনসার ভিডিপি কমান্ডার  জানান, চোরেরা পল্লী সঞ্চায় ব্যাংক এর বাথরুমের ভেন্টেলেটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের লকার কাগজপত্র তছনছ করেছে। তবে কোন প্রকারের ইলেট্রনিক্স সামগ্রীর ক্ষয়ক্ষতি করেনি। অপর দিকে পাশ^বর্ত্তী আনসার ভিডিপি অফিসে চোরের প্রবেশ করে কাগজ পত্র তছনছসহ নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে নিয়ে গেছে । 
 
উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান, রোববার রাত চোরেরা উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে উপজেলা পল্লী সঞ্চায় ব্যাংকের ভেন্টি লেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করেছে। একই সাথে আনসার ভিডিপি অফিস এর দরজা ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকা চুরি করেছে । চুরির ঘটনায় পৃথক ২ টি  মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
 
চুরির ঘটনার খবর পেয়ে এসআই প্রীতেশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি বলেন,সিসি ক্যামেরার ফুটেজে চোরের ছবি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা