তালায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের সাজা প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ সাতক্ষীরায় তালায় ইভটিজিংয়ের দায়ে মোঃ আসাদুল ইসলাম আসা (৩০) নামের যুবকের ১ বছরের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। বখাটে আসাদুল উপজেলার দোহার গ্রামের মৃতঃ সিফাতুল্ল্যাহ সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী আসাদুল ইসলাম আসা প্রায় রাস্ত-ঘাটে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে এক বছরের সাজা প্রদান করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি ৪৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত