তালায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো শিশুর প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ | আপডেট: ২:২০:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ সাতক্ষীরার তালায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের পুত্র। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রবিবার সকালে চাচার সাথে চা-বিস্কুট খেতে বাজারে আসে শিশু সিয়াম। এ সময় রাস্তা পার হবার সময় জাতপুর থেকে তালাগামী ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান তালা হসপাতলের কর্মরত চিকিৎসক ডা. আবু তাহের। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদটি ৫৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত