তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ এম,এ,মান্নান, তালা: তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজার জিয়ারত, মাজারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাস’নর আয়োজনে, মহান বিজয় দিবস-১৯ পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন রোববার (১৫ ডিসেম্বর) সকালে উক্ত কর্মসূচী পালিত হয়। মাজারে পুস্পমাল্য অর্পন ও জিয়ারত শেষে আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বরেন্য বীর মুক্তিযোদ্ধা এম. ময়নুল ইসলাম’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, মুক্তিযাদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাতক্ষীরা জেলা সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, আওয়ামী লীগনেতা অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, আব্দুল হান্নান, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান ও নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় জাতির বরেণ্য সন্তান মুক্তিযোদ্ধাগণ, স্বাধীনতা প্রিয় সকল প্রতিষ্ঠান, সংগঠন ও শতাধিক ব্যক্তি মাগুরার ক্ষত্রিয়পাড়ার বাঁশ বাগানে চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরআগে মাজার জিয়ারতকালে বিশেষ দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মো. তাওহিদুর রহমান। উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ২৮ নভেম্বর পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, শহীদ শুশিল সরকার, শহীদ ডা. আবু বক্কর এবং শহীদ শেখ আবুল হোসেন শাহাদাৎ বরণ করেন। পরে তাদেরকে মাগুরা ক্ষত্রিয়পাড়ার বাঁশবাগানে দাফন করা হয়। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা সংবাদটি ২২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত